~”দুপুর আড়াইটের হারানো বিজ্ঞপ্তি দেয়া অনিশ্চিত খবরের বিরতির ফাঁকে,
আমায় বেঁধে ফেলেছে অনিশ্চয়তা।
আমায় বেঁধে ফেলেছে দূরত্বের রঙিন সূতো,
সময়কে বেঁধে ফেলেছে এই শহরের চার দেয়ালগুলো।
বেঁধে ফেলেছে প্রতিদিনকার একইসব চেহারা,
তাদের মনের লুকানো ভয় না দেখানোর একমাত্র শর্তে,
বড্ড অভিনয় করবার শখ আমাদের ছিলো,
আমরা ব্যস্ততার অভিনয় করে বেরাতাম নিজেদের সাথে,
আজ সেই ব্যস্ততা আমাদের বেঁধে ফেলেছে,
অনির্দিষ্টকাল পর ফিরে আসার একমাত্র শর্তে।
আমাদের বেঁধে ফেলেছে লোভ কিংবা পশুত্ব কিংবা মনুষ্যত্বহীনতা,
খেতে দিতে না চাওয়াই আমাদের বিনোদনের একমাত্র উৎস হয়ে দাঁড়িয়েছে,
যে সুখ খুঁজতে বেড়িয়েছিলাম ঘরে আবার ফিরবো বলে,
সেই ঘর বেঁধে ফেলেছে আবার আদমগুলোকে বাঁচানোর নামে।”~
চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ
১১.০৪.২০২০