
সম্পর্কের ধূম্রজাল (Relationship is in apartheid)
আমি লুকিয়েছি আজ কোন দেয়ালে কার জানালায়,
কোন অন্তরালে,
ভেজা শরীরে ভেজা সন্ধ্যায়,
দুই হাতছানিতে,
জোর করে ডুবিয়েছি মুগ্ধ মানুষ,
আর অবাক হওয়া এক চিলতে গাল,
আমার শোনা অধিক বাক্য,
সম্পর্কের ধূম্রজাল।
ভেসে গেছে কত অকারণে লেখা চিঠি খামহীনা পাঠিয়েছো তাই,
খুঁজিনি কোথাও তবু তোমায় আমি হাহাকারে পাই,
দীপ্ত আলোক অবুঝ হয়ে পবিত্রতায় তলিয়ে যাক,
খোঁজ নেবেনা কেউ কখনো সমাজ কিন্তু খুব চালাক,
আমি হিসেব করে বেড়ে উঠেছি,
গণনায় পার হবে সাল,
দু আনা রোদ দু আনা সুখ,
সম্পর্কের ধূম্রজাল।