হে বন্ধু ইরফান
~তোমার মতোই একদিন অভিনয় করা বন্ধ করে দেবে এই পৃথিবী, ও বন্ধু;
শেক্সপিয়ারের এই রঙ্গমঞ্চটায় আর কাউকে মিথ্যে অভিনয় করতে হবে না,
যেমনটি তুমি করোনি কখনোই,
তোমার চোখের মতো চোখ কথা বলবে সবার,
তোমার কষ্ট ভরা আওয়াজ ধ্বনিত্ব হবে পৃথিবী নামক এই থিয়েটারের আপার ক্লাস থেকে লোয়ার ক্লাসে,
ফ্রন্ট ডোর থেকে এক্সিট পয়েন্টে,
হাত তালিতে গমগম করবে পুরো দুনিয়া,
কারণ, তুমিতো সংলাপে একটাও মিথ্যে কথা বলোনি;
তুমি যেমনটা বলেছো, “সমুদ্রটাও আমি, এই গাছটাও আমি, ঝেলুম নদীটাও আমি, এসপেন গাছটাও আমি, আমি মন্দির, আমি সিয়া, আমি সুন্নী, আমি পন্ডিত, আমি সেখানে ছিলাম, এখানে আছি, আগামীকালেও থাকবো।”
শেষ বেলটা বেজে গেলো, হে বন্ধু;
আবারো তোমার নতুন চরিত্রের সংলাপ কানে বিঁধবে ইস্পলিন্টারের মতো, আবারো হাততালিতে গমগম;
তবে তোমার বুক চাপা কষ্ট নিয়ে দেয়া হাসিটা আর কেউ হাসতে পারবেনা,
আক্ষেপটা চলে যাক, তোমার সাথেই তোমার মতোই;
রুপ বদলাক, অবতীর্ণ হোক নতুন এক চরিত্রে;
যেমনটা তুমি হলে আজ, এতো নিঁখুতভাবে আগের মতোই।
হে প্রিয় বন্ধু ইরফান।~