
আমি অল্পই ভালো আছি (I am fine this way)
আমি অল্পই ভালো আছি,
হিসেবের রঙ কালো হয়ে বয়ে গেছে,
আমি অল্পই ভালো আছি।
অজস্র ভোর বেলা আর তবে জাগিয়ে তোলেনা,
চলমান দেহঘড়ি ভাঙা চাবি বইতে জানে না,
আজ সভ্য বলে কিছু নেই আর ধমনী তে,
স্বার্থ মানেই বেঁচে থাকা,
আর হাজারটা দিন শেষে রইবো এ মজলিসে,
যত হোক শেষ আয়ু রেখা,
আমি অল্পই ভালো আছি,
হিসেবের রঙ কালো হয়ে বয়ে গেছে,
আমি অল্পই ভালো আছি।
জল ভেজা কাঁচে আর ভাপা নাম লিখতে পারি না,
চিঠি খামে শত দামে কেনা ডাক জায়গা ধরে না,
ব্যথা বলে কোনো কিছু বেঁচে নেই পৃথিবী তে,
আক্ষেপে ডুব দিয়ে থাকা,
আর হাজারটা দিন শেষে রইবো এ মজলিসে,
যত হোক শেষ আয়ু রেখা,
আমি অল্পই ভালো আছি,
হিসেবের রঙ কালো হয়ে বয়ে গেছে,
আমি অল্পই ভালো আছি।