বেয়াক্কেল এর মতো চাই (Need being a foolish)
বেয়াক্কেলের মতো চাই তুমি পস্তাও,
স্বার্থপরের মতো চাই তুমি পস্তাও,
রাত-বিরাতে ফোনের ওপারে ঘুমিয়ে ঘুমিয়ে পস্তাও,
আমি চাই তুমি পস্তাও।
সকাল বেলা ক্যাফে চত্বরে হাতের নিচে হাত ঢুকিয়ে করবো প্রেম ওকাট্যতায়,
যদি না পারো তবে পস্তাও,
চশমার কাঁচ মুছতে মুছতে পস্তাও,
সিগার টানবো দু’জন মিলেই,গলির চিপায় বাঁধবো বাসা
ঘরটা হবে ছাদের উপর,সেই সিলিং এই বাঁধবে নেশা
নেশা না চাও,তবে পস্তাও
অন্য বায়ু মিশতে থাকুক,রক্তে আমার
তুমি পস্তাও।
যুক্তি দিয়ে প্রেম হয়না সবখানেতে,
তোমার হৃদয়,আমার হৃদয় লাগবে জোড়া
দাগ চন্দ্র চাইবো আমি যাক স্নানেতে,
আজেবাজে সব পুরান দোয়াত লিখবে ছড়া,
এইসব কিছু হজম হতে কষ্ট হলে,
তুমি পস্তাও,
বেয়াক্কেলের মতো চাই তুমি পস্তাও,
উঠতে বসতে পস্তাও,
শেষ লাইলেও পস্তাও।