
তবে এই মাত্র ভুলে গেছি (But I have just forgotten)
ঢাকতে চাইছো পাপের মেদ,
কোঁকড়া চুলের অসৎ জেদ,
তোমার কার্নিশ আমার দেয়াল,
লুকিয়ে আমি থাকছি তাই,
এই বিশ্রী রাত আর উলটো পিঠ,
গোপন আঁতাত ঘেরা কুন্ঠ শীত,
তোমার কাছে সূতোর নাটাই,
লুকানো মন কার আস্তানায়?
সময় ডালের শেষ পাতা,
কাঁটছে আয়ু সাত কেঁচি,
তোমায় ভোলা অসম্ভবই,
তবে এই মাত্র ভুলে গেছি।
অন্ধ শহর ভূতের গলি,
নিওন জ্বালিয়ে হয় প্রদীপ,
পেন্সিলের শেষ দিন গুলোতে,
ছুঁইনি আমি কলম নিব,
ছাদের ঘুড়ি হাসতে চায়নি,
চায়নি ভেজা কাপড় ঘ্রাণ,
দু’হাত ভরা ঝিনুক তোমার,
কোন হাতে আয়ুর অভিধান?
আর প্রশ্ন ছোঁড়ার খেলাতে,
উত্তর গভীর খুব বেশী,
তোমায় ভোলা অসম্ভবই,
তবে এই মাত্র ভুলে গেছি।