
এই ছায়াপথ ভিক্ষে চায়ছে (The galaxy is begging)
এই ছায়াপথ ভিক্ষে চায়ছে দু’মুঠো রাত,
যে রাতের চোখগুলো করেনি কান্না অনেক দিন,
ঘুমে বিভোর দু’মুঠো রাত।
স্পন্দন ধুকে ধুকে কাঁদে সমাদর লোভে নয়,
এই অভ্যাস তার চিরদিন বেঁচে থাকার,
অভিমান জন্মেছে জীবনের মনে,
কার উপর,কি কারণে,কোন মনে অভিমান
এইসব শুধু ধূলো হয়ে যাওয়া প্রশ্ন,
তার অভিমান জন্মেছে,
আর এই কষ্টে এই ছায়াপথ ভিক্ষে চায়ছে দু’মুঠো রাত,
অসমাপ্তি তে ইতি টেনে নেওয়া পিশাচ পাড়ের দু’মুঠো রাত।
সদ্য সত্য শিহরিত তব হাজার দুয়ারি লগ্নে,
আমি ভেবে গিয়ে হবো অপার বিবাগী স্তম্ভিত মগ্নে,
জ্বালাও আমায় বানাও শিখা,
আকাশের গায়ে লাগবো,
অগ্নি হীরক হয়ে রব আমি,
তারার মতো জ্বলবো,
ছায়া নেমে রবে স্থির পথে হাহাকার হবে হত্যা,
তাই ছায়াপথ ভিক্ষে চায়ছে,
চোখ খুলে রাখা দু’মুঠো রাত,
ভিক্ষে চায়ছে ছায়াপথ।