
আমি অভ্যস্ত (Habituated me)
আমি কষ্ট পানে অভ্যস্ত,
ধূসর রঙের বুক চিরে হৃদয় উপড়ানো কষ্ট,
চোখের কান্না মাটি অব্দি না পৌঁছানোর কষ্ট,
আমি কষ্ট পানে অভ্যস্ত।
মরীচিকা সুখ একলা নিঝুপ খুঁজে খুঁজে তবে পেয়েছি,
চেয়েছি আমার রক্তও লাল তোমার রক্তে মিশে যাক,
বিদায়ের কাছে হারতে চাইনি এক বিদায়ে তোমায় চেয়েছি,
হারানোর দিন অনেক কঠিন অনুভূতি আজ নিষ্পাক,
আমি চাইনি যেতে অস্ত,
ওই চুল খেলানো বালিশ তলে ছিলো আমার অস্তিত্ব,
প্রকান্ড বট ছিলো যে প্রকট পদতলে প্রেম পিষ্ট,
আমি কষ্ট পানে অভ্যস্ত।