
ঘৃণাই সত্যি (Only hatefulness is true)
রক্ত পড়ুক নরম গালে,
জল ঘোলার জাল শব্দতে,
কাফন হোক কালো রঙ এর,
লাশ ছেড়ে দাও সৈকতে,
তোমার চোখের ভেজা পথে,
বৃষ্টি আজ মরীচিকা,
নিজের খোঁজে পড়তে গেছি,
ভাঙা আয়নার গল্পটা,
ইচ্ছেতেই পথ হারালো,
কম্পাসের দামী কাঁটা,
ঘড়ি বলছে সময় কোথায়,
হিসেব মেলেনি সব ক’টা,
কবির লাশ আজ খাতাতে,
বোবার ভেসে শহরগুলি,
চুল বাঁধেনি কোনো ঝুটি,
শুকনো রঙ মৃত তুলি,
এর পরেও যদি ভাসতে বলো ভালো,
ঘৃণাই সত্যি।
জানতে চাইনা তোমার মনের,
দরজা খোলার চাবি কোথায়,
তোমার বসত গড়িয়েছি,
আমার মনের জানালায়,
বন্ধ থাকুক খাতার মলাট,
পাপের অংক কোণঠাসায়,
উড়তে গিয়ে দূরবীনে চোখ,
নতুন জীবন কার নেশায়?
আর এই শুকনো পাতাতে,
বৃষ্টির নিচে ছাতাতে,
ছায়াগুলো পিছলে গেছে,
চুনের দেয়াল তাই কানপাতে,
আঁকড়ে ধরে বিশ্রী রাত,
সূর্যের আলোয় গোপন চাঁদ,
খাম বিহীন ওই ভেজা চিঠি,
লাল পোষ্ট বক্সে জায়গা পাক,
এর পরেও যদি বাসতে বলো ভালো,
ঘৃণায় সত্যি।