
অমূল্য দলিল (Inestimable document)
ডজন খানেক রাবার বুলেট,
শুধু উড়িয়েছে রাস্তার ধূলো,
লাঠিচার্জের হাড়ে লাগা শব্দ,
সাহসটা ক্রমেই বাড়ালো,
চিতকার থামেনি পুড়ে যাওয়া রাস্তায়,
থেমে গেছে সব চলাচল,
সবুজ প্ল্যাকার্ডে ওরা মাথাও ঢাকেনি,
ঘাম থেকে নিয়েছে যে বল,
যদি বোঝা ভেবে নিয়ে মনে করো ওদের,
শুয়ে থাকে টাকার বিছানায়,
মেরুদন্ড তবে কাহাকে বলে বলো,
হয়তো বা তোমার জানা নাই,
একবার তবে মনে এনো অতীত,
ওরা নয় তাড়া খাওয়া চিল,
লিখে রাখো বলছি আজকের কথা,
ওরা এ দেশের অমূল্য দলিল।