সন্ধ্যা পুরা দুপুরে (Noon before afternoon)
যদি হিসেব করতে বসি,
ভেজা শিশিরের ঘাসে,
কতগুলো দাঁড়ি লেগেছিলো ঠিক,
তোমার নামের পাশে,
তবে চোখ বন্ধের খেলায়,
চুম্বন উল্লাসে,
অনাদী সত্য লিখেছে গদ্য,
কাজলনয়ন পাশে,
ধ্যান ধমনীতে কিলবিল করে লেগেছে বাজ নূপুরে,
চশমার কাঁচ ভিজেছে হঠাত সন্ধ্যা পুরা দুপুরে।
বইয়ের পাতা কোনটা চেপেছে?
পালক নাকি পালকি?
চিঠির খামে তোমার নামটা,
পেয়েছিলে তুমি কাল কি?
বিরহের রঙ আজো লেগে আছে,
মেরুন পাঞ্জাবীতে,
কুয়াশার মাঝে মিশেছিলে তুমি,
ব্যথা লেগেছিলো শীতে,
বাতিঘর টা ফাঁকা থেকে গেলো, ডুবলো নাও পুকুরে
চশমার কাঁচ ভিজেছে হঠাত সন্ধ্যা পুরা দুপুরে।
সেই মর্চে লাগা ছাদের,
কোণায় জমা জলে,
তোমার লেখা চিঠির পাতায়,
বানানো নৌকা চলে,
আমার ভিজতে থাকা ছাতার,
নিচে আমি একা,
শেষ বাসটা হঠাত মৃত,
আর হবে না দেখা,
কাজল কান্না একসাথে আর আলাপ হোক খেজুরে,
চশমার কাঁচ ভিজেছে হঠাত সন্ধ্যা পুরা দুপুরে।