
বাকিটা ব্যক্তিগত (The rest is personal)
আমি আছি নাকি নাই,
আমি কোন কবিতায়,
আছি ছায়া মারা কোন,
মৃত পায়ের তলায়,
আমি কম্পাস নই,
নই ঘড়ির কাঁটা,
তবু ঘুরছি আমি,
করো ঘৃণা অযথা,
তুমি আঙুলে থেকে গুনো হিসেব কতো,
আমি তোমাতেই আছি,
বাকিটা ব্যক্তিগত।
by Rajiul Huda Dipto | Aug 13, 2019 | Poem
আমি আছি নাকি নাই,
আমি কোন কবিতায়,
আছি ছায়া মারা কোন,
মৃত পায়ের তলায়,
আমি কম্পাস নই,
নই ঘড়ির কাঁটা,
তবু ঘুরছি আমি,
করো ঘৃণা অযথা,
তুমি আঙুলে থেকে গুনো হিসেব কতো,
আমি তোমাতেই আছি,
বাকিটা ব্যক্তিগত।