সমাজ নিষিদ্ধ (Prohibited in the society)

সমাজ নিষিদ্ধ (Prohibited in the society)

Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.

 

প্রেমে পড়া নাকি আজকাল খুব সহজ হয়ে যাচ্ছে?
তোমার আমার প্রেমিক স্বত্তা মৃত্যু বরণ করছে,
করেছি প্রেম হলুদ শাড়ীতে,
নীল রঙা পাঞ্জাবী,
তোমার মনেতে দরজা লাগিয়ে,
ভেতরে রেখেছি চাবি,

তুমি কে আমার আর যেই হও,
আমি ভুলে গেছি অগত্য,
আমাদের মাঝে দাঁড়িয়েই আছে,
সমাজ নিষিদ্ধ।

ওই টান চোখ আর যেই হোক,
আমি আঁকতে পারিনি আজো,
কেউ চাইনা আমার চোখ দুয়ারের,
অপ্সরীটাই সাজো,
বাড়ির সামনে আমিতো গিয়েছি,
ফুল হাতা সাদা শার্টে,
যেনো আমাকে তুমি বুঝে নাও,
ওই অন্ধকারের সাথে,

ওরা চাইনি তুমি ছাদে যাও,
মিছে দেয়ালে বয়েছে সত্য,
তোমার আমার প্রেম গালিচা,
সমাজ নিষিদ্ধ।

তুমি দূরে তাই আর দেখা নাই,
ধূলো জমেছে পোষ্টবক্সে,
সংসার আর পরিবার আজ,
ডুবেছে কেনো ethics এ,
ভালোবাসতে আর না বাসতে,
তুমি বলতে আমায় আসতে,
কেনো তুমিও ব্যস্ত হয়েছো,
আজ অন্যজনের কষ্টে?

পুরো রাতে ইনসোমেনিয়া সেজে,
হচ্ছো হৃদয়ে বিদ্ধ,
তোমাকে স্বপ্নে দেখতে পাওয়াও,
সমাজ নিষিদ্ধ।

আমি অভ্যস্ত (Habituated me)

আমি অভ্যস্ত (Habituated me)

Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.

আমি কষ্ট পানে অভ্যস্ত,
ধূসর রঙের বুক চিরে হৃদয় উপড়ানো কষ্ট,
চোখের কান্না মাটি অব্দি না পৌঁছানোর কষ্ট,
আমি কষ্ট পানে অভ্যস্ত।

মরীচিকা সুখ একলা নিঝুপ খুঁজে খুঁজে তবে পেয়েছি,
চেয়েছি আমার রক্তও লাল তোমার রক্তে মিশে যাক,
বিদায়ের কাছে হারতে চাইনি এক বিদায়ে তোমায় চেয়েছি,
হারানোর দিন অনেক কঠিন অনুভূতি আজ নিষ্পাক,

আমি চাইনি যেতে অস্ত,
ওই চুল খেলানো বালিশ তলে ছিলো আমার অস্তিত্ব,
প্রকান্ড বট ছিলো যে প্রকট পদতলে প্রেম পিষ্ট,
আমি কষ্ট পানে অভ্যস্ত।

সম্পর্কের ধূম্রজাল (Relationship is in apartheid)

সম্পর্কের ধূম্রজাল (Relationship is in apartheid)

Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.

 

আমি লুকিয়েছি আজ কোন দেয়ালে কার জানালায়,
কোন অন্তরালে,
ভেজা শরীরে ভেজা সন্ধ্যায়,
দুই হাতছানিতে,

জোর করে ডুবিয়েছি মুগ্ধ মানুষ,
আর অবাক হওয়া এক চিলতে গাল,
আমার শোনা অধিক বাক্য,
সম্পর্কের ধূম্রজাল।

ভেসে গেছে কত অকারণে লেখা চিঠি খামহীনা পাঠিয়েছো তাই,
খুঁজিনি কোথাও তবু তোমায় আমি হাহাকারে পাই,
দীপ্ত আলোক অবুঝ হয়ে পবিত্রতায় তলিয়ে যাক,
খোঁজ নেবেনা কেউ কখনো সমাজ কিন্তু খুব চালাক,
আমি হিসেব করে বেড়ে উঠেছি,
গণনায় পার হবে সাল,
দু আনা রোদ দু আনা সুখ,
সম্পর্কের ধূম্রজাল।

আমার মতো ভালোবাসতে শেখোনি এখনো (You haven’t learned the way I love)

আমার মতো ভালোবাসতে শেখোনি এখনো (You haven’t learned the way I love)

Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.

 

আমার মতো ভালোবাসতে শেখোনি এখনো,
এই কয়েক বছর,এই কয়েক বছরে তো সরকার নড়েচড়ে বসে পাল্টানোর ভয়ে,
অবলা শিশু প্রস্তুত হয় ব্যাগের ভারে কাঁধ ঝুকানোর স্বপ্নে,
প্রবাসী ছেলে প্রস্তুতি নেয় ঘরে ফেরার,
এই কয়েক বছর আগের ললাট চুম্বন যদি তুমি ভুলে গিয়ে থাকো,
তবে আমার মতো ভালোবাসতে,
শেখোনি এখনো।
আমি ভুলিনাই।

আমার মতো শুকনো ম্যাসেজ বক্স যদি তুমি কখনো দেখে না থেকে থাকো,
তবে তুমি শেখোনি এখনো,
কম ভাড়ার লোকাল বাসে জানালার ধারের সিটে বসে আমার কথা ভাবতে ভাবতে চুল উড়ার সুখে যদি না মেতে থাকো তবে,
শেখোনি এখনো,
কারো এতটা কাছে,এতোটা কাছে চলে আসার পরেও যদি আমার চেহারা তোমার স্নায়ু থমকে না দেয়,
তুমি শেখোনি এখনো।

আমার ঢঙ এ ভালোবাসতে তোমরা কেউই শেখোনি এখনো,
‘I don’t need day to love,all I need is you’,
পৃথিবীর সব কোণায় কোণায় শুকনো তাজা সব পাতায় পাতায় অট্টালিকায় উঁচু নিচু সব ভাবনায় চাইবো তোমায়,
যদি তুমি না থাকো তবে থাকবে না কেউ,
এই অসহ্য চিন্তা যদি তোমাদের কাছে হিজিবিজি লাগে,
তবে ঠিক আমার মতো কেউই তোমরা ভালোবাসতে,
শেখোনি এখনো।

আজও কি তোমরা দেহের লোভে দুই এক দিনে ফোনের পাড়ে রাতের বেলা মিনিট গুণে চর্চা করো?
আজও কি সেই ভিন্ন ভিন্ন মাংস লোভে অভিন্ন রকম কায়দা করে ইচ্ছে করে হাতটা ধরো,
আজও কি সেই এ ধার ও ধার চিপায় চিপায় আঁটসাঁট সব স্বপ্ন দেখো,
দু:খ তবে সংগী হোক,
তোমরা কেউই আমার ধাঁচে ভালোবাসতে,শেখোনি এখনো।

এই ছায়াপথ ভিক্ষে চায়ছে (The galaxy is begging)

এই ছায়াপথ ভিক্ষে চায়ছে (The galaxy is begging)

Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.

 

এই ছায়াপথ ভিক্ষে চায়ছে দু’মুঠো রাত,
যে রাতের চোখগুলো করেনি কান্না অনেক দিন,
ঘুমে বিভোর দু’মুঠো রাত।

স্পন্দন ধুকে ধুকে কাঁদে সমাদর লোভে নয়,
এই অভ্যাস তার চিরদিন বেঁচে থাকার,
অভিমান জন্মেছে জীবনের মনে,
কার উপর,কি কারণে,কোন মনে অভিমান
এইসব শুধু ধূলো হয়ে যাওয়া প্রশ্ন,
তার অভিমান জন্মেছে,
আর এই কষ্টে এই ছায়াপথ ভিক্ষে চায়ছে দু’মুঠো রাত,
অসমাপ্তি তে ইতি টেনে নেওয়া পিশাচ পাড়ের দু’মুঠো রাত।

সদ্য সত্য শিহরিত তব হাজার দুয়ারি লগ্নে,
আমি ভেবে গিয়ে হবো অপার বিবাগী স্তম্ভিত মগ্নে,
জ্বালাও আমায় বানাও শিখা,
আকাশের গায়ে লাগবো,
অগ্নি হীরক হয়ে রব আমি,
তারার মতো জ্বলবো,
ছায়া নেমে রবে স্থির পথে হাহাকার হবে হত্যা,
তাই ছায়াপথ ভিক্ষে চায়ছে,
চোখ খুলে রাখা দু’মুঠো রাত,
ভিক্ষে চায়ছে ছায়াপথ।