
উফফ! (Uff!)
কেনো?
কেনো বলতে হবে কথা,
আমি কে?
আমি কে যে আমার ভালো চাইতেই হবে?
বন্ধু?
দূরে থাক এই সর্বনাশা সম্পর্ক,
তবে কি তুমি আমার মধ্যে আত্মার সম্পর্ক দেখছো?
হাজার বছর ধরে আমার একটাই দোয়া থাকবে,
এই আত্মা যেন জন্মের আগেই মারা যায়,
তবে আমি কে তোমার,
তোমার নুইয়ে পড়া মাথা ধরে রেখার কাঁধ,
তবে আমার মাথা নুয়ালে তোমার কাঁধ অন্যের জন্য কেনো ঝুকে যায়,
তবে কে?
তোমার ঘুম ভেঙে যাওয়া রাতের আওয়াজ,
এই আওয়াজ বোবা হয়ে যাক তোমার আওয়াজ শোনার আগেই,
তুমি কি ভেবেছো?
তুমি নিজেকে বাস করাবে আমার মাঝে?
তুমি যেভাবে চাইবে আমি সেভাবেই কথা বলবো?
ভুলে যাবো সব কাছে আসা আর অতীতে ঘটা প্রতিটা দিনের সুখ মৃত্যু?
কেনো?
আমি তা হতে দিবো কেনো?
আমি তো তোমাকে বাসিনা ভালো।
শুধু চাই বিপদ হলে কুঁকড়ে গিয়ে আঁকড়ে ধরো আমার ছায়া,
এই কি আসলেই ভালোবাসা?
তোমার ভাষায় এ কি বন্ধুত্ব নয়?
যদি না হয় তবে ছায়ার বদলে আমায় ধরো।
স্বার্থপর এক প্রেম করো,
আর যদি বন্ধুত্ব হয়,
তবে দূরে থাক এই সর্বনাশা সম্পর্ক,
তোমার সামনে চিতকার আমি করতে পারিনি কখনো,
লিখতে পারিনি অকাট্য সব গাল শব্দ,
ওরা ডেকেছিলো তোমায় নিয়ে হাজার রকম অশ্লীল ডাক,
তাদের সাথে সব ভালোবাসা বন্ধ এখন,
তাদের সাথে সব যোগাযোগ এক তুরিতে হাওয়ায় ভাসে,
শুধু তোমায় জন্য,
কেনো?
কে তুমি আমার? শুনছোনা কি?
সংগা আছে তোমার কাছে?
কি বললে?
স্বজন প্রীতি,ইয়ার দোস্তি?
তবে আমায় আবার ডাকার বেলায় দুবার ভেবো।
আবার এই আমি চাই তুমি আমায় ডাকতে থেকো।
এক বারেতেই,
তোমার মাঝে দোষ খোঁজা কি ভুল হচ্ছে?
দোষ কি তবে আমার রক্তে?
কিভাবে কি?
তুমিই দায়ী অনেকাংশে।
তবু তোমায় আমি দোষী বলতে আতকে উঠে চিতকার করি নিজের উপর।
কেনো?
আমার ভালো চায়তে হবে কেনো?
তবে আমি যে চাই আমার ভালো চায়তে থাকো,
চাইনি আমি দেখা হোক,
তবে কেনো ভাবি তোমায় দেখিনি অনেক বছর,
কবিতার হয়তো শেষ টানলাম,
আচ্ছা শেষ টানলাম বন্ধু স্বজন বিতর্কেরও,
সমাপ্তি তে জেদটা মরুক তোমার আমার দুজনেরই,
আরো শেষ চাও?
শেষ হয়ে যাক অতীত রাতের ভাঙা স্মৃতির পরমাণুরাও,
শেষের দিকে শেষ হয়ে যাক তোমার জন্য অপেক্ষাতেই আঁকতে থাকা অশান্ত সেই আসক্তি টাও,
শেষ হবে কিভাবে তবে দেহের ভেতর বাড়তে থাকা অবুঝ দরদ?
নিজের জন্য স্বার্থ খোঁজা পরে হবে,
আগে তুমি বলে যাও।