
সমাজ নিষিদ্ধ (Prohibited in the society)
প্রেমে পড়া নাকি আজকাল খুব সহজ হয়ে যাচ্ছে?
তোমার আমার প্রেমিক স্বত্তা মৃত্যু বরণ করছে,
করেছি প্রেম হলুদ শাড়ীতে,
নীল রঙা পাঞ্জাবী,
তোমার মনেতে দরজা লাগিয়ে,
ভেতরে রেখেছি চাবি,
তুমি কে আমার আর যেই হও,
আমি ভুলে গেছি অগত্য,
আমাদের মাঝে দাঁড়িয়েই আছে,
সমাজ নিষিদ্ধ।
ওই টান চোখ আর যেই হোক,
আমি আঁকতে পারিনি আজো,
কেউ চাইনা আমার চোখ দুয়ারের,
অপ্সরীটাই সাজো,
বাড়ির সামনে আমিতো গিয়েছি,
ফুল হাতা সাদা শার্টে,
যেনো আমাকে তুমি বুঝে নাও,
ওই অন্ধকারের সাথে,
ওরা চাইনি তুমি ছাদে যাও,
মিছে দেয়ালে বয়েছে সত্য,
তোমার আমার প্রেম গালিচা,
সমাজ নিষিদ্ধ।
তুমি দূরে তাই আর দেখা নাই,
ধূলো জমেছে পোষ্টবক্সে,
সংসার আর পরিবার আজ,
ডুবেছে কেনো ethics এ,
ভালোবাসতে আর না বাসতে,
তুমি বলতে আমায় আসতে,
কেনো তুমিও ব্যস্ত হয়েছো,
আজ অন্যজনের কষ্টে?
পুরো রাতে ইনসোমেনিয়া সেজে,
হচ্ছো হৃদয়ে বিদ্ধ,
তোমাকে স্বপ্নে দেখতে পাওয়াও,
সমাজ নিষিদ্ধ।