To Write a Beautiful Poem

To Write a Beautiful Poem

No one told me to travel a thousand miles to write a beautiful poem,

Nowhere did anyone write that poetry can be created with a calm mind,

No one wished for me to blow a life jacket’s whistle while drowning in the sea of painful memories,

No one asked how scarred one must be to call this heart a ruin,

Perhaps it wasn’t necessary to break one’s heart to write a beautiful poem,

Nor was there a lazy urge to fall in love anew,

Or the stubbornness to embrace or the regret of not meeting for the last time,

Perhaps it wasn’t necessary,

If only we could go back to the old town; get soaked in the old field after class,

If only our hearts and the covering of memories could become innocent again,

Then, perhaps, a beautiful poem could be written once more.

করবো প্রেম মহাশূন্যে (Our outer space love)

করবো প্রেম মহাশূন্যে (Our outer space love)

Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.

 

তোমার বাড়ির উঠোন,
আমার আবছা হওয়া ছায়া,
বৃষ্টি মাখা ইটে,
স্যাঁতসেঁতে এক মায়া,

সেই বাড়ির পথে ধারে,
সৈন্য যুক্তি খেলায়,
গ্রিল গলেছে খামে,
জবাব আসে অবেলায়,

ডাক পিয়নের চাকরী গেছে,
তোমার আমার জন্যে,
লাল বক্স জাদুঘরেই,
করবো প্রেম মহাশূন্যে।

আমি বৃষ্টি মাঝেও কাঁদি,
যুক্তিবিদ্যার দিনে,
তুমি খোপা করে রেখো,
আমি গোলাপ দেবো কিনে,

তোমার আলতা জোড়া পায়ে,
আর মুখ লাগানো চায়ে,
নকল ধোঁয়া ওড়ে,
আমি বুঝেছি সময়ে,

শান্ত নদীর মাঝে,
বাদাম কেনার পুণ্যে,
ভাঙবো খোসা তোমার জন্য,
করবো প্রেম মহাশূন্যে।

নাটাই সূতোর কাছে,
আঙুল তোমার কেটেছে,
যত্ম নিতে গেলে,
তারা ছদ্মবেশী সেজেছে,

আমার হারিয়ে যাওয়া তালু,
তোমার চুপটি থাকার মানে,
তুমি বলবে ঢেউয়ের কানে,
আমি কই থাকি সে জানে,

প্রেমিক জাতি প্রেম ভুলে যাক,
মগ্ন হোক আজ অন্যে,
তোমার আমার পৃথিবী নয়,
করবো প্রেম মহাশূন্যে।