
করবো প্রেম মহাশূন্যে (Our outer space love)
তোমার বাড়ির উঠোন,
আমার আবছা হওয়া ছায়া,
বৃষ্টি মাখা ইটে,
স্যাঁতসেঁতে এক মায়া,
সেই বাড়ির পথে ধারে,
সৈন্য যুক্তি খেলায়,
গ্রিল গলেছে খামে,
জবাব আসে অবেলায়,
ডাক পিয়নের চাকরী গেছে,
তোমার আমার জন্যে,
লাল বক্স জাদুঘরেই,
করবো প্রেম মহাশূন্যে।
আমি বৃষ্টি মাঝেও কাঁদি,
যুক্তিবিদ্যার দিনে,
তুমি খোপা করে রেখো,
আমি গোলাপ দেবো কিনে,
তোমার আলতা জোড়া পায়ে,
আর মুখ লাগানো চায়ে,
নকল ধোঁয়া ওড়ে,
আমি বুঝেছি সময়ে,
শান্ত নদীর মাঝে,
বাদাম কেনার পুণ্যে,
ভাঙবো খোসা তোমার জন্য,
করবো প্রেম মহাশূন্যে।
নাটাই সূতোর কাছে,
আঙুল তোমার কেটেছে,
যত্ম নিতে গেলে,
তারা ছদ্মবেশী সেজেছে,
আমার হারিয়ে যাওয়া তালু,
তোমার চুপটি থাকার মানে,
তুমি বলবে ঢেউয়ের কানে,
আমি কই থাকি সে জানে,
প্রেমিক জাতি প্রেম ভুলে যাক,
মগ্ন হোক আজ অন্যে,
তোমার আমার পৃথিবী নয়,
করবো প্রেম মহাশূন্যে।