
বাতলে দাও (Tell me)
কতটা কাছে কতটা দূর আমার ভালো লাগা,
আমার কাছে তোমার নেই ঠিকানা,
দেখো নিজের আয়না ভেজা ছবি বারেংবার,
আমার কাছে তোমার নেই ঠিকানা,
খেয়ালি তাকিয়ে থাকে দুপুরের আশপাশ,
হারিয়েছে সে কিছু টান,
হারাতে চায়নি তবে মান,
সময়ে তাসের ঘরে চেয়েছি যে শ্বেত কাশ,
পেয়েছি যে শুধু নিজেকে,
খুঁজিনি তোমায় আবেগে,
কি করে চালাবো গুটি আমি এইবার,
বাতলে তো দাও,
কতটা কাছে কতটা দূর আমার ভালো লাগা,
আমার কাছে তোমার নেই ঠিকানা,
দেখো নিজের আয়না ভেজা ছবি বারেংবার,
আমার কাছে তোমার নেই ঠিকানা,
বালিশের নিচে চাপা শুকনো লাশের ঘ্রাণ,
লাশ নয় সেতো এ দেহের,
কষ্টে বেড়েছে শুধু সের,
ডুব দিয়ে হয়তোবা করেছো পূণ্য স্নান,
ছিঁড়েছো মনের ঘুড়ি তাই,
কিতাবে থাকিনি আমি হায়,
কি করে চালাবো গুটি আমি এইবার,
বাতলে তো দাও,
কতটা কাছে কতটা দূর আমার ভালো লাগা,
আমার কাছে তোমার নেই ঠিকানা,
দেখো নিজের আয়না ভেজা ছবি বারেংবার,
আমার কাছে তোমার নেই ঠিকানা।