
সমস্যা কোথায়? (Where is the problem?)
অনেকেই তো কাজ ফাঁকি দেয়,
অফিস না গিয়ে গিয়ে রাস্তাও ভুলে যায়,
বিট্টু তো গতকাল ভুলভাল মিথ্যা বলে স্কুল যায়নি,
মাঝে মাঝে তো সূর্যটাও লুকিয়ে থাকে মেঘ নামক দরজার পিছে,
তখন তো কোনো সমস্যা হয়না,
আর আমি তোমায় ভালোবাসতে চাইলে সমস্যা কোথায়?
পাড়ার যাদব কালো করে,
সবাই যাকে আদর করে কালা পাথর ডাকে,
আরে ওই যে সেই ছেলেটা যে সিনেমাহলে ঢিসুম ঢিসুম শব্দের তালে তালে হাত পা ছোড়ে,
কমেডিয়ানের মতো দেখতে সে যদি নিজেকে অস্কারজয়ী নায়ক ভাবে তাহলে কোনো সমস্যা নেই,
তবে আমি তোমায় ভালোবাসতে চাইলে সমস্যা কোথায়?
মাঝে মাঝে আমিও বিশ টাকার রিক্সা ভাড়া পঁচিশ টাকা দিয়ে যাই,
পেঁয়াজ ছাড়া তরকারি কতদিন খেয়েছি দাম বেড়েছে বলে,
ঘুষখোর ট্রাফিক সার্জেন্টও তো একশ’র জায়গায় পঞ্চাশ রাখতে চায় না,
ভয়ের ঠেলায় জ্বরে কাতর ঝুটি বাঁধা মেয়েটা যখন ভূতের গল্পকে নিজের প্রাণের থেকে বেশী ভালোবাসে,
তখন কোনো সমস্যা নেই,
তাহলে, আমি তোমায় ভালোবাসতে চাইলে সমস্যা কোথায়?
আমার খাতা দেখে পাশ করা ছোকড়াটা যখন আমার থেকে বেশী বেতনে চাকরী করে,
গাধা থেকে মানুষ বানিয়েছেন যে শিক্ষক তাকে দেখে যখন অকৃতজ্ঞ লাটসাহেবটা মুখ ফিরিয়ে হাঁটা দেয়,
আট ঘন্টা লোডশেডিং এ বসে থেকে যখন আমি ঘামতে ঘামতে নিজের চাকরীর সিভিটা লিখি,
তখন তো কেউ অভিযোগ করেনা,
তবে, আমি তোমায় ভালোবাসতে গেলে সমস্যাটা কোথায়? আজব তো!
যখন রাস্তায় হোঁচট খেয়ে পরে থাকা হিজরেটাকে কেউ তুলতে যাবে না,
যখন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়বে বাবা-মায়ের সংখ্যার তুলনায়,
গাঁজার বাতাস যখন হয়ে দাঁড়াবে হাল ফ্যাশনের অংশ,
রাজনীতি নামক বুল ডোজারটা যখন পাগলা ঘোড়ার মতো পিশতে থাকতো দেশকে আর দশকে,
তখন তো কেউ কোনো অভিযোগ নিয়ে আসবেন না,
আর আমি তোমায় ভালোবাসতে চাইলেই…কেনো?