
আমি তোমায় পুরোটা চাই (A confession)
আমি তোমায় পুরোটা চাই,
ঠিক পুরোটা মানে পুরোটাই,
শাড়ীর আঁচল হাতের ঘড়ি লেপ্টে থাকুক এমনি এমনি অর্ধেক জুড়ে,
কাছে আসাটা এমন হোক যেন এক শরীরের দুটো আত্মা ভুল কামনায়,
আমি তোমায় পুরোটা চাই।
কানের উপর নাচতে থাকা চুলগুলোকে কানের পিছে গোজার মানে খুঁজতে যাইনি,
সরাতেই হলে দুটো হাত দিয়ে পেছন দিকে বেঁধে ফেলো সব ঝঞ্ঝাট,
যেমন বেঁধে রেখেছো আমাকে নামহীন এক সম্পর্কের উপর,
অর্ধেক রাতে বিদায় নেয়াটা খুন হবে কবে আমার হাতেই,
কারণ,আমি তোমায় পুরোটা চাই।
শুঁকে নিতে চাই গাল ঘেসে তোমার পড়তে থাকা নোনতা জলের বিন্দুগুলো,
নতুন করে,
ভয়ে ভয়ে নয় নির্ভয় থাক ছাদের সন্ধ্যায় আমার নামে জ্বলতে থাকা চায়ের ধোয়া,
উড়ে যাওয়া ওই প্রেমের ঘুড়ির নাটাই সূতো হোক না তবে অর্ধেক ক্ষয়,
আমি তোমায় পুরোটা চাই।
ভালোবাসা হোক অতীতের নাম,
তোমার সাথে বিরহ থাকুক,
বারংবারই প্রেমে পড়বো এই বাহানায়,
শীতের সকাল লেপ্টে থাকুক তোমার চাদরে ভাজ পড়ে থাকা সেলাই ডগায়,
হাসতে হলে দেখবো আমি অনিয়মে জন্ম নেয়া তোমার দাঁতের বেমানান সারি,
স্বপ্ন দেখলে দেখবো তবে চোখ ঘুরিয়ে হোক না রাতটা,
অর্ধেক নয়,
আমি তোমায় পুরোটা চাই।