আমি ভালোবাসা খুঁজতে বেরিয়েছিলাম,
গিয়ে দেখি একবেলা গরীবের পাত্রে,
থালা ফুটো,নেভা চুলা পেরিয়েছে সাঁতরে,
তবুও খুশির শেষ নাই,
দেখা পেলাম মরীচিকা অন্য ভালোবাসা,
এর নাম সোনা মাখা ছাই।
আমি ভালোবাসা খুঁজতে বেরিয়েছিলাম,
গিয়ে দেখি লোকটার চাপা হাসি কষ্টে,
ছেলে নিবে গিটারটা আবদার অষ্টে,
পকেটে যে রুপি ঢিলা হায়,
বাবা তবু ফেরেনি খালি,নিয়ে গেছে ভালোবাসা
এর নাম আজো জানা নাই।
সবে আমি বেরিয়েছি ভালোবাসা খুঁজতে,
গিয়ে দেখি শীতে কাঁপে ফুটপাত যেন,
সোডিয়ামে দেখি আমি ছেয়ে,
কাঁপেনা তো ফুটপাত,কাঁপে এর মানুষেরা
কাপড় জোটেনি তবে গায়ে,
দেখি আমি ছোট খুকি ছেঁড়া জামা গায়ে নিয়ে,
পুতুলটা রেখেছে বুকে লয়,
এ কোন ভালোবাসা লেখা কোন কিতাবে?
মানেটা খুঁজিনি আজো সায়।
দু’পা এগিয়ে গিয়ে খুঁজেছি আমি ভালোবাসা,
চেয়েছিলাম তোমাকেই ক্রমে,
হঠাতই দেখি তবে,
বয়সটা আশি হবে,
উনি থাকেন বৃদ্ধাশ্রমে,
খুঁজছেন ভালোবাসা নাকি জানি কোন পুঁথি,
গড়ছেন নিজ মনে তবে,
হঠাত দেখি এক নারী অল্প বয়স তার,
উনার মেয়ে বয়সী হবে,
বসলেন পাশে আর জুড়লেন সমাচার,
হাসলেন আশি নামে বৃদ্ধা,
এ কোন ভালোবাসা,
কে পর কে নেশা,
করবো না উত্তর চিন্তা।
সব শেষে তোমাকেও চেয়ে যাবো রাশি রাশি,
ধরবো তোমার রেলগাড়ি,
হরেক প্রকার নাকি ভালোবাসা বাকি আছে,
তবে আগে খোঁজা শেষ করি।