ওই ঈদ, এই ঈদ আর সেই ঈদ। কেউ ছিলেন, কেউ আছেন আর কেউ থাকবেন। কারো খাসি গতবার মোটাতাজা বেশী ছিলো, কারো ভেড়ায় এইবার লোম বেশী আর সামনে বার কেউ কালো গরুর সাথে সাথে বাজারের সবচেয়ে লম্বা উট টাও কোরবানী দিবেন বলে ঠিক করেছেন। কেউ গতবার কাবুলি পড়েছিলেন বলে এই ঈদে কিছু কিনছেন না, এইবার হয়তো কারো বাসায় যে কর্তা কাপড় কিনে দেন তিনিই থাকচ্ছেন না আর সামনে বার কেউ হয়তো ব্লেজার পড়ে ঈদগাহে যাওয়ার কথা ভাবছেন।
ঈদের রাতটা অতীত স্মৃতি কে অন্যান্য দিনের তুলনায় বেশী চাঙা করে তোলে। সাথে সাথে ভবিষ্যৎটার উপরেও ভয়, উতকন্ঠা ও আশার প্রলেপ মুড়ে দেয়। তবুও, সব কিছুর মাঝেও সব কিছু ভুলে গিয়ে যখন ঈদের দিন সকালে স্যান্ডেলের খস খস শব্দ আর আতরের গন্ধে নেশাগ্রস্থ হয়ে মুখে, ”আল্লাহুআকবার আল্লাহুআকবার লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহুআকবার আল্লাহুআকবার ওয়ালিল্লাহেল হামদ” বলে ঈদগাহে যাই তখন চেতন মন অচেতন মনকে বারবার এইটাই বলতে থাকে “কেউ আছেন ওই উপরে কেউ আছেন।”
প্রতিটা ঈদ ই নতুন ঈদ। আর নতুন ঈদ গ্রহণ করাতো পবিত্রতার মধ্যে পড়ে। জীবনে যাই চলুকনা কেনো,চেষ্টা করুন যেন প্রতিটা দিন ঈদের মতো কাটে তাহলেই দেখবেন সুখ ওই কল্পনার আয়না থেকে বের হয়ে আসবে। সবাইকে ঈদ এর শুভেচ্ছা, ঈদ মোবারক।