আমি তো ভালোবাসা খুঁজতে বেরিয়েছিলাম (I went to find love)

আমি তো ভালোবাসা খুঁজতে বেরিয়েছিলাম (I went to find love)

Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.

 

আমি ভালোবাসা খুঁজতে বেরিয়েছিলাম,
গিয়ে দেখি একবেলা গরীবের পাত্রে,
থালা ফুটো,নেভা চুলা পেরিয়েছে সাঁতরে,
তবুও খুশির শেষ নাই,
দেখা পেলাম মরীচিকা অন্য ভালোবাসা,
এর নাম সোনা মাখা ছাই।

আমি ভালোবাসা খুঁজতে বেরিয়েছিলাম,
গিয়ে দেখি লোকটার চাপা হাসি কষ্টে,
ছেলে নিবে গিটারটা আবদার অষ্টে,
পকেটে যে রুপি ঢিলা হায়,
বাবা তবু ফেরেনি খালি,নিয়ে গেছে ভালোবাসা
এর নাম আজো জানা নাই।

সবে আমি বেরিয়েছি ভালোবাসা খুঁজতে,
গিয়ে দেখি শীতে কাঁপে ফুটপাত যেন,
সোডিয়ামে দেখি আমি ছেয়ে,
কাঁপেনা তো ফুটপাত,কাঁপে এর মানুষেরা
কাপড় জোটেনি তবে গায়ে,
দেখি আমি ছোট খুকি ছেঁড়া জামা গায়ে নিয়ে,
পুতুলটা রেখেছে বুকে লয়,
এ কোন ভালোবাসা লেখা কোন কিতাবে?
মানেটা খুঁজিনি আজো সায়।

দু’পা এগিয়ে গিয়ে খুঁজেছি আমি ভালোবাসা,
চেয়েছিলাম তোমাকেই ক্রমে,
হঠাতই দেখি তবে,
বয়সটা আশি হবে,
উনি থাকেন বৃদ্ধাশ্রমে,
খুঁজছেন ভালোবাসা নাকি জানি কোন পুঁথি,
গড়ছেন নিজ মনে তবে,
হঠাত দেখি এক নারী অল্প বয়স তার,
উনার মেয়ে বয়সী হবে,
বসলেন পাশে আর জুড়লেন সমাচার,
হাসলেন আশি নামে বৃদ্ধা,
এ কোন ভালোবাসা,
কে পর কে নেশা,
করবো না উত্তর চিন্তা।

সব শেষে তোমাকেও চেয়ে যাবো রাশি রাশি,
ধরবো তোমার রেলগাড়ি,
হরেক প্রকার নাকি ভালোবাসা বাকি আছে,
তবে আগে খোঁজা শেষ করি।

নতুন ঈদ (New EID)

নতুন ঈদ (New EID)

Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.

 

ওই ঈদ, এই ঈদ আর সেই ঈদ। কেউ ছিলেন, কেউ আছেন আর কেউ থাকবেন। কারো খাসি গতবার মোটাতাজা বেশী ছিলো, কারো ভেড়ায় এইবার লোম বেশী আর সামনে বার কেউ কালো গরুর সাথে সাথে বাজারের সবচেয়ে লম্বা উট টাও কোরবানী দিবেন বলে ঠিক করেছেন। কেউ গতবার কাবুলি পড়েছিলেন বলে এই ঈদে কিছু কিনছেন না, এইবার হয়তো কারো বাসায় যে কর্তা কাপড় কিনে দেন তিনিই থাকচ্ছেন না আর সামনে বার কেউ হয়তো ব্লেজার পড়ে ঈদগাহে যাওয়ার কথা ভাবছেন।

ঈদের রাতটা অতীত স্মৃতি কে অন্যান্য দিনের তুলনায় বেশী চাঙা করে তোলে। সাথে সাথে ভবিষ্যৎটার উপরেও ভয়, উতকন্ঠা ও আশার প্রলেপ মুড়ে দেয়। তবুও, সব কিছুর মাঝেও সব কিছু ভুলে গিয়ে যখন ঈদের দিন সকালে স্যান্ডেলের খস খস শব্দ আর আতরের গন্ধে নেশাগ্রস্থ হয়ে মুখে, ”আল্লাহুআকবার আল্লাহুআকবার লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহুআকবার আল্লাহুআকবার ওয়ালিল্লাহেল হামদ” বলে ঈদগাহে যাই তখন চেতন মন অচেতন মনকে বারবার এইটাই বলতে থাকে “কেউ আছেন ওই উপরে কেউ আছেন।”

প্রতিটা ঈদ ই নতুন ঈদ। আর নতুন ঈদ গ্রহণ করাতো পবিত্রতার মধ্যে পড়ে। জীবনে যাই চলুকনা কেনো,চেষ্টা করুন যেন প্রতিটা দিন ঈদের মতো কাটে তাহলেই দেখবেন সুখ ওই কল্পনার আয়না থেকে বের হয়ে আসবে। সবাইকে ঈদ এর শুভেচ্ছা, ঈদ মোবারক।

করবো প্রেম মহাশূন্যে (Our outer space love)

করবো প্রেম মহাশূন্যে (Our outer space love)

Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.

 

তোমার বাড়ির উঠোন,
আমার আবছা হওয়া ছায়া,
বৃষ্টি মাখা ইটে,
স্যাঁতসেঁতে এক মায়া,

সেই বাড়ির পথে ধারে,
সৈন্য যুক্তি খেলায়,
গ্রিল গলেছে খামে,
জবাব আসে অবেলায়,

ডাক পিয়নের চাকরী গেছে,
তোমার আমার জন্যে,
লাল বক্স জাদুঘরেই,
করবো প্রেম মহাশূন্যে।

আমি বৃষ্টি মাঝেও কাঁদি,
যুক্তিবিদ্যার দিনে,
তুমি খোপা করে রেখো,
আমি গোলাপ দেবো কিনে,

তোমার আলতা জোড়া পায়ে,
আর মুখ লাগানো চায়ে,
নকল ধোঁয়া ওড়ে,
আমি বুঝেছি সময়ে,

শান্ত নদীর মাঝে,
বাদাম কেনার পুণ্যে,
ভাঙবো খোসা তোমার জন্য,
করবো প্রেম মহাশূন্যে।

নাটাই সূতোর কাছে,
আঙুল তোমার কেটেছে,
যত্ম নিতে গেলে,
তারা ছদ্মবেশী সেজেছে,

আমার হারিয়ে যাওয়া তালু,
তোমার চুপটি থাকার মানে,
তুমি বলবে ঢেউয়ের কানে,
আমি কই থাকি সে জানে,

প্রেমিক জাতি প্রেম ভুলে যাক,
মগ্ন হোক আজ অন্যে,
তোমার আমার পৃথিবী নয়,
করবো প্রেম মহাশূন্যে।

সমাজ নিষিদ্ধ (Prohibited in the society)

সমাজ নিষিদ্ধ (Prohibited in the society)

Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.

 

প্রেমে পড়া নাকি আজকাল খুব সহজ হয়ে যাচ্ছে?
তোমার আমার প্রেমিক স্বত্তা মৃত্যু বরণ করছে,
করেছি প্রেম হলুদ শাড়ীতে,
নীল রঙা পাঞ্জাবী,
তোমার মনেতে দরজা লাগিয়ে,
ভেতরে রেখেছি চাবি,

তুমি কে আমার আর যেই হও,
আমি ভুলে গেছি অগত্য,
আমাদের মাঝে দাঁড়িয়েই আছে,
সমাজ নিষিদ্ধ।

ওই টান চোখ আর যেই হোক,
আমি আঁকতে পারিনি আজো,
কেউ চাইনা আমার চোখ দুয়ারের,
অপ্সরীটাই সাজো,
বাড়ির সামনে আমিতো গিয়েছি,
ফুল হাতা সাদা শার্টে,
যেনো আমাকে তুমি বুঝে নাও,
ওই অন্ধকারের সাথে,

ওরা চাইনি তুমি ছাদে যাও,
মিছে দেয়ালে বয়েছে সত্য,
তোমার আমার প্রেম গালিচা,
সমাজ নিষিদ্ধ।

তুমি দূরে তাই আর দেখা নাই,
ধূলো জমেছে পোষ্টবক্সে,
সংসার আর পরিবার আজ,
ডুবেছে কেনো ethics এ,
ভালোবাসতে আর না বাসতে,
তুমি বলতে আমায় আসতে,
কেনো তুমিও ব্যস্ত হয়েছো,
আজ অন্যজনের কষ্টে?

পুরো রাতে ইনসোমেনিয়া সেজে,
হচ্ছো হৃদয়ে বিদ্ধ,
তোমাকে স্বপ্নে দেখতে পাওয়াও,
সমাজ নিষিদ্ধ।

আমি অল্পই ভালো আছি (I am fine this way)

আমি অল্পই ভালো আছি (I am fine this way)

Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.

 

আমি অল্পই ভালো আছি,
হিসেবের রঙ কালো হয়ে বয়ে গেছে,
আমি অল্পই ভালো আছি।

অজস্র ভোর বেলা আর তবে জাগিয়ে তোলেনা,
চলমান দেহঘড়ি ভাঙা চাবি বইতে জানে না,
আজ সভ্য বলে কিছু নেই আর ধমনী তে,
স্বার্থ মানেই বেঁচে থাকা,
আর হাজারটা দিন শেষে রইবো এ মজলিসে,
যত হোক শেষ আয়ু রেখা,

আমি অল্পই ভালো আছি,
হিসেবের রঙ কালো হয়ে বয়ে গেছে,
আমি অল্পই ভালো আছি।

জল ভেজা কাঁচে আর ভাপা নাম লিখতে পারি না,
চিঠি খামে শত দামে কেনা ডাক জায়গা ধরে না,
ব্যথা বলে কোনো কিছু বেঁচে নেই পৃথিবী তে,
আক্ষেপে ডুব দিয়ে থাকা,
আর হাজারটা দিন শেষে রইবো এ মজলিসে,
যত হোক শেষ আয়ু রেখা,

আমি অল্পই ভালো আছি,
হিসেবের রঙ কালো হয়ে বয়ে গেছে,
আমি অল্পই ভালো আছি।