কেমন শহর, এমন শহর

কেমন শহর, এমন শহর

Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.

আমার থেকে কয়েক শত ক্রোশ দূরে বসে থাকা এক বন্ধু আমায় চকচকে দুই চোখ নিয়ে জিজ্ঞেস করেছিল, “আচ্ছা ঢাকা কেমন শহর বলতো?”

আমি সাদামাটা গলায়, শহরের দূষিত সাদা আকাশের মতো চেহারা করে বলেছিলাম,
“ঢাকা বিষন্নতার শহর। দুরহ চিন্তার বীজ বুকে বয়ে বেড়ানো মানুষগুলোর বিষন্নতার।”

“রান্নাঘরে এক টুকরো পনির ইঁদুর ছানাকে কুড়েকুড়ে খেতে দেখেছিস? আমি দেখেছি এই শহরে আপদ্গ্রস্ততা কেড়েকুড়ে খাচ্ছে আমার বাড়ন্ত মস্তিষ্কের এনজাইম।

রাজপথের দিকহীন রাস্তায় সজোরে কষে দেয়া ব্রেকগুলোকে খাবলা মেরে তুলে নিতে দেখেছি আমার সহযাত্রীর ক্লান্ত চোখ।

রাস্তায় পার হতে গিয়ে দেখেছি লাল রক্তে ভিজে পরে থাকা আমার সদ্য চাকরীতে ঢোকা বন্ধুর কালো চামড়ার মানিব্যাগ।

ওদের জাদুর শহর আমার কাছে এক সন্ধ্যে জ্যামের আকুলতার।

ঢাকার ক্যাম্পাসে হাতেহাত গুঁজে রিক্সায় চড়তে গেলেই আমার অশান্তি লাগে খুব। কতই না সম্পর্ক এমনই করে স্বপ্ন বুনেছিলো এই কৃষ্ণচূড়ার পাঁপড়ি পেতে থাকা রাস্তায় হাঁটতে-হাঁটতে,

কতনা বিত্তেরা চোখের পলকে সর্বস্ব হারিয়ে জায়গা করে নিয়েছে ততধিকবার পুড়ে যাওয়া কমলাপুরের করুণ বস্তিতে, এই শহরেই

কতনা মেধাবী ব্যাংকে ঢুকেছে, টিউশন করিয়ে, কলেজ ছাড়িয়ে ধূল ঝেড়েছে চেপা রাস্তার চল্লিশ বাই ষাট আংটির দোকানের, টাকার খোঁজে, এই শহরে।

আমার কাছে স্বপ্নের ঢাকা, স্বপ্নের মতোই, ভঙ্গুর খুব।

তাছাড়া, এমন শহরতো আমারো নয়। কোথায় আমার ভাষার মানুষ, সবুজ চাদর এই শহরে?

আমার বাবা ঘরে আসতেন ঠান্ডা রাতে,
গায়ের চাদর গালের উপর তুলে দিতেন নির্ভুলভাবে,
খাওয়ার পরে ভেজা হাতেই ভাবতে থাকি, কোথায় আমার মায়ের আঁচল এই শহরে?

কোথায় আমার শূণ্যদিকে হারিয়ে যাওয়া?
আমার দেশে অচেনা সব মানুষগুলো কতদিনের চেনা লাগে, কোথায় তারা?
আমার কাছে বর্ষাকালে বৃষ্টির রঙ ধূসর দেখায় এই শহরে।

আমার কাছে তোমার ঢাকা বড্ড বেশি করুণ লাগে।

 

আমি তো ভালোবাসা খুঁজতে বেরিয়েছিলাম (I went to find love)

আমি তো ভালোবাসা খুঁজতে বেরিয়েছিলাম (I went to find love)

Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.

 

আমি ভালোবাসা খুঁজতে বেরিয়েছিলাম,
গিয়ে দেখি একবেলা গরীবের পাত্রে,
থালা ফুটো,নেভা চুলা পেরিয়েছে সাঁতরে,
তবুও খুশির শেষ নাই,
দেখা পেলাম মরীচিকা অন্য ভালোবাসা,
এর নাম সোনা মাখা ছাই।

আমি ভালোবাসা খুঁজতে বেরিয়েছিলাম,
গিয়ে দেখি লোকটার চাপা হাসি কষ্টে,
ছেলে নিবে গিটারটা আবদার অষ্টে,
পকেটে যে রুপি ঢিলা হায়,
বাবা তবু ফেরেনি খালি,নিয়ে গেছে ভালোবাসা
এর নাম আজো জানা নাই।

সবে আমি বেরিয়েছি ভালোবাসা খুঁজতে,
গিয়ে দেখি শীতে কাঁপে ফুটপাত যেন,
সোডিয়ামে দেখি আমি ছেয়ে,
কাঁপেনা তো ফুটপাত,কাঁপে এর মানুষেরা
কাপড় জোটেনি তবে গায়ে,
দেখি আমি ছোট খুকি ছেঁড়া জামা গায়ে নিয়ে,
পুতুলটা রেখেছে বুকে লয়,
এ কোন ভালোবাসা লেখা কোন কিতাবে?
মানেটা খুঁজিনি আজো সায়।

দু’পা এগিয়ে গিয়ে খুঁজেছি আমি ভালোবাসা,
চেয়েছিলাম তোমাকেই ক্রমে,
হঠাতই দেখি তবে,
বয়সটা আশি হবে,
উনি থাকেন বৃদ্ধাশ্রমে,
খুঁজছেন ভালোবাসা নাকি জানি কোন পুঁথি,
গড়ছেন নিজ মনে তবে,
হঠাত দেখি এক নারী অল্প বয়স তার,
উনার মেয়ে বয়সী হবে,
বসলেন পাশে আর জুড়লেন সমাচার,
হাসলেন আশি নামে বৃদ্ধা,
এ কোন ভালোবাসা,
কে পর কে নেশা,
করবো না উত্তর চিন্তা।

সব শেষে তোমাকেও চেয়ে যাবো রাশি রাশি,
ধরবো তোমার রেলগাড়ি,
হরেক প্রকার নাকি ভালোবাসা বাকি আছে,
তবে আগে খোঁজা শেষ করি।

Will You? (তুমি কি?)

Will You? (তুমি কি?)

Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.

 

Will you cry if I die?
And will you be able to fly?
With me in the sky,
Come lets try,

Will you ask me not to go?
Will you wait in the parking row?
Will you be the cup of tea?
I loved,
Will you hide all the caste?
And will you be the lonely chest?
I will hide inside of it,
Without hope,
Nevertheless I will ask you why,
Will you cry if I die?

I will leave all my memories,
Will you fold all the letters,please?
Never let you read the sorrow of it,
And I will not be in the same way,
Will you follow me till the day?
But never you try only to meet,

Will you hold the pain I aged?
Will you stay with me in the maze?
If I shout at loud will you be shy?
Will you pray without asking why?
Will you catch me If I say good bye,
Will you cry if I die?

সম্পর্কের ধূম্রজাল (Relationship is in apartheid)

সম্পর্কের ধূম্রজাল (Relationship is in apartheid)

Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.

 

আমি লুকিয়েছি আজ কোন দেয়ালে কার জানালায়,
কোন অন্তরালে,
ভেজা শরীরে ভেজা সন্ধ্যায়,
দুই হাতছানিতে,

জোর করে ডুবিয়েছি মুগ্ধ মানুষ,
আর অবাক হওয়া এক চিলতে গাল,
আমার শোনা অধিক বাক্য,
সম্পর্কের ধূম্রজাল।

ভেসে গেছে কত অকারণে লেখা চিঠি খামহীনা পাঠিয়েছো তাই,
খুঁজিনি কোথাও তবু তোমায় আমি হাহাকারে পাই,
দীপ্ত আলোক অবুঝ হয়ে পবিত্রতায় তলিয়ে যাক,
খোঁজ নেবেনা কেউ কখনো সমাজ কিন্তু খুব চালাক,
আমি হিসেব করে বেড়ে উঠেছি,
গণনায় পার হবে সাল,
দু আনা রোদ দু আনা সুখ,
সম্পর্কের ধূম্রজাল।

বেয়াক্কেল এর মতো চাই (Need being a foolish)

বেয়াক্কেল এর মতো চাই (Need being a foolish)

Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.

বেয়াক্কেলের মতো চাই তুমি পস্তাও,
স্বার্থপরের মতো চাই তুমি পস্তাও,
রাত-বিরাতে ফোনের ওপারে ঘুমিয়ে ঘুমিয়ে পস্তাও,
আমি চাই তুমি পস্তাও।

সকাল বেলা ক্যাফে চত্বরে হাতের নিচে হাত ঢুকিয়ে করবো প্রেম ওকাট্যতায়,
যদি না পারো তবে পস্তাও,
চশমার কাঁচ মুছতে মুছতে পস্তাও,

সিগার টানবো দু’জন মিলেই,গলির চিপায় বাঁধবো বাসা
ঘরটা হবে ছাদের উপর,সেই সিলিং এই বাঁধবে নেশা
নেশা না চাও,তবে পস্তাও
অন্য বায়ু মিশতে থাকুক,রক্তে আমার
তুমি পস্তাও।

যুক্তি দিয়ে প্রেম হয়না সবখানেতে,
তোমার হৃদয়,আমার হৃদয় লাগবে জোড়া
দাগ চন্দ্র চাইবো আমি যাক স্নানেতে,
আজেবাজে সব পুরান দোয়াত লিখবে ছড়া,
এইসব কিছু হজম হতে কষ্ট হলে,
তুমি পস্তাও,
বেয়াক্কেলের মতো চাই তুমি পস্তাও,
উঠতে বসতে পস্তাও,
শেষ লাইলেও পস্তাও।