সন্ধ্যা পুরা দুপুরে (Noon before afternoon)

সন্ধ্যা পুরা দুপুরে (Noon before afternoon)

Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.

যদি হিসেব করতে বসি,
ভেজা শিশিরের ঘাসে,
কতগুলো দাঁড়ি লেগেছিলো ঠিক,
তোমার নামের পাশে,

তবে চোখ বন্ধের খেলায়,
চুম্বন উল্লাসে,
অনাদী সত্য লিখেছে গদ্য,
কাজলনয়ন পাশে,

ধ্যান ধমনীতে কিলবিল করে লেগেছে বাজ নূপুরে,
চশমার কাঁচ ভিজেছে হঠাত সন্ধ্যা পুরা দুপুরে।

বইয়ের পাতা কোনটা চেপেছে?
পালক নাকি পালকি?
চিঠির খামে তোমার নামটা,
পেয়েছিলে তুমি কাল কি?

বিরহের রঙ আজো লেগে আছে,
মেরুন পাঞ্জাবীতে,
কুয়াশার মাঝে মিশেছিলে তুমি,
ব্যথা লেগেছিলো শীতে,

বাতিঘর টা ফাঁকা থেকে গেলো, ডুবলো নাও পুকুরে
চশমার কাঁচ ভিজেছে হঠাত সন্ধ্যা পুরা দুপুরে।

সেই মর্চে লাগা ছাদের,
কোণায় জমা জলে,
তোমার লেখা চিঠির পাতায়,
বানানো নৌকা চলে,

আমার ভিজতে থাকা ছাতার,
নিচে আমি একা,
শেষ বাসটা হঠাত মৃত,
আর হবে না দেখা,

কাজল কান্না একসাথে আর আলাপ হোক খেজুরে,
চশমার কাঁচ ভিজেছে হঠাত সন্ধ্যা পুরা দুপুরে।

Insomniac (অনিদ্রাক্রান্ত)

Insomniac (অনিদ্রাক্রান্ত)

Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.

When you die inside,
Inside of your soul,
I bet you may never know,
The fact to fill the hole,

The hole which is created,
Life means the hoax,
Not just to lay you down,
But why do I face the crux?

Hide is the criteria,
Search is the trim,
My nights are called Insomnia,
And, I only miss my dreams.

The coin I have thrown,
Have thrown inside the love pond,
I believe it is just a myth,
But will I admire my love has gone?

Now my life can be stolen,
And, I can leave the world,
But, my love will be with you,
Whether, I live or not,

When the earth shakes by itself,
Or I shake my mind,
You become the psycho,
And, I hope the God is kind,

My lips speak what your heart says,
Love takes you closer to God,
I run faster than a heartbeat,
Your eyes pierce me a lot,

Quench my thirst with your eyes,
Embellish all the beams,
My nights are called Insomnia,
And, I only miss my dreams.

Will You? (তুমি কি?)

Will You? (তুমি কি?)

Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.

 

Will you cry if I die?
And will you be able to fly?
With me in the sky,
Come lets try,

Will you ask me not to go?
Will you wait in the parking row?
Will you be the cup of tea?
I loved,
Will you hide all the caste?
And will you be the lonely chest?
I will hide inside of it,
Without hope,
Nevertheless I will ask you why,
Will you cry if I die?

I will leave all my memories,
Will you fold all the letters,please?
Never let you read the sorrow of it,
And I will not be in the same way,
Will you follow me till the day?
But never you try only to meet,

Will you hold the pain I aged?
Will you stay with me in the maze?
If I shout at loud will you be shy?
Will you pray without asking why?
Will you catch me If I say good bye,
Will you cry if I die?

আমি অভ্যস্ত (Habituated me)

আমি অভ্যস্ত (Habituated me)

Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.

আমি কষ্ট পানে অভ্যস্ত,
ধূসর রঙের বুক চিরে হৃদয় উপড়ানো কষ্ট,
চোখের কান্না মাটি অব্দি না পৌঁছানোর কষ্ট,
আমি কষ্ট পানে অভ্যস্ত।

মরীচিকা সুখ একলা নিঝুপ খুঁজে খুঁজে তবে পেয়েছি,
চেয়েছি আমার রক্তও লাল তোমার রক্তে মিশে যাক,
বিদায়ের কাছে হারতে চাইনি এক বিদায়ে তোমায় চেয়েছি,
হারানোর দিন অনেক কঠিন অনুভূতি আজ নিষ্পাক,

আমি চাইনি যেতে অস্ত,
ওই চুল খেলানো বালিশ তলে ছিলো আমার অস্তিত্ব,
প্রকান্ড বট ছিলো যে প্রকট পদতলে প্রেম পিষ্ট,
আমি কষ্ট পানে অভ্যস্ত।

সম্পর্কের ধূম্রজাল (Relationship is in apartheid)

সম্পর্কের ধূম্রজাল (Relationship is in apartheid)

Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.

 

আমি লুকিয়েছি আজ কোন দেয়ালে কার জানালায়,
কোন অন্তরালে,
ভেজা শরীরে ভেজা সন্ধ্যায়,
দুই হাতছানিতে,

জোর করে ডুবিয়েছি মুগ্ধ মানুষ,
আর অবাক হওয়া এক চিলতে গাল,
আমার শোনা অধিক বাক্য,
সম্পর্কের ধূম্রজাল।

ভেসে গেছে কত অকারণে লেখা চিঠি খামহীনা পাঠিয়েছো তাই,
খুঁজিনি কোথাও তবু তোমায় আমি হাহাকারে পাই,
দীপ্ত আলোক অবুঝ হয়ে পবিত্রতায় তলিয়ে যাক,
খোঁজ নেবেনা কেউ কখনো সমাজ কিন্তু খুব চালাক,
আমি হিসেব করে বেড়ে উঠেছি,
গণনায় পার হবে সাল,
দু আনা রোদ দু আনা সুখ,
সম্পর্কের ধূম্রজাল।