To Write a Beautiful Poem

To Write a Beautiful Poem

No one told me to travel a thousand miles to write a beautiful poem,

Nowhere did anyone write that poetry can be created with a calm mind,

No one wished for me to blow a life jacket’s whistle while drowning in the sea of painful memories,

No one asked how scarred one must be to call this heart a ruin,

Perhaps it wasn’t necessary to break one’s heart to write a beautiful poem,

Nor was there a lazy urge to fall in love anew,

Or the stubbornness to embrace or the regret of not meeting for the last time,

Perhaps it wasn’t necessary,

If only we could go back to the old town; get soaked in the old field after class,

If only our hearts and the covering of memories could become innocent again,

Then, perhaps, a beautiful poem could be written once more.

No Man’s Land থেকে (From the no man’s land)

No Man’s Land থেকে (From the no man’s land)

Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.

 

সেই সকালে ঘোড়ার গাড়ি তোমার বাড়ির সামনে,
কয়েক ধূতি কয়েক শাড়িতে ভর্তি ছিলো আগ্নে,
কিছুই বোঝার বাকি না থাক আমার চিন্তা আয়ুতে,
শেষবার টাই দেখেছি তোমায় হাত ভর্তি বালাতে,

মুলুক ভাগের নগ্ন খেলায়,
তোমার আমার বিচ্ছেদ,
চিঠি লিখবো কোন ঠিকানায়?
কোন ভাষায় দেবো সংকেত?

আমি এপার থেকে বলছি,
তুমি ওপার থেকে শুনছো,
আর মধ্যখানের No Man’s Land টা কাঁদছে,
তারাও কথা বলছে।

প্রেম করিনি রাজনীতির ওই বুক পকেটে লুকিয়ে,
কেনো তবে বিভেদ হবে তাদের বুঝকে মানিয়ে,
ভাগটা তবে ধর্মতে কি? মন্দির তুমি আমি মসজিদে?
ভেদহীন রক্ত ওমা একি? ভাগটা তবে কোন গণিতে?

দেশ ভাগটা করলে ঠিকই প্রেম ভাগটাও করে যাও,
ধর্ম ভাগে উপস থেকে মায়ের ভাগটা শুধরে নাও,

আমি এপার থেকে বলছি,
তুমি ওপার থেকে শুনছো,
আর মধ্যখানের No Man’s Land টা কাঁদছে,
তারাও কথা বলছে।

এখন আমি আমার মতো,
আর তুমি লুকোবে ক্ষত,
দেশ দুটো মধ্যখানে এসে দাঁড়িয়ে,
তুমি এদেশী আমি ওদেশী,
আর বিলুপ্ত জাত স্বদেশী,
তোমায় দেখতে হবে বন্দুকের নল পেরিয়ে,

তোমার শাড়ির আঁচল দিয়ে,
তাদের বন্দুক নল পেঁচাবো,
আমার শার্টের দু হাতাতে,
কাঁটাতার লাগাবো,
চলো সেই জাহানে যাবো,
যেখানে হিংস্র নই আমি তুমি,
রোজ এক খেয়াতে দাঁড়াবো,
আর একই থাকবে ভূমি,

আমি এপার থেকে বলছি,
তুমি ওপার থেকে শুনছো,
আর মধ্যখানের No Man’s Land টা কাঁদছে,
তারাও কথা বলছে।

Will You? (তুমি কি?)

Will You? (তুমি কি?)

Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.

 

Will you cry if I die?
And will you be able to fly?
With me in the sky,
Come lets try,

Will you ask me not to go?
Will you wait in the parking row?
Will you be the cup of tea?
I loved,
Will you hide all the caste?
And will you be the lonely chest?
I will hide inside of it,
Without hope,
Nevertheless I will ask you why,
Will you cry if I die?

I will leave all my memories,
Will you fold all the letters,please?
Never let you read the sorrow of it,
And I will not be in the same way,
Will you follow me till the day?
But never you try only to meet,

Will you hold the pain I aged?
Will you stay with me in the maze?
If I shout at loud will you be shy?
Will you pray without asking why?
Will you catch me If I say good bye,
Will you cry if I die?

আমি তোমায় পুরোটা চাই (A confession)

আমি তোমায় পুরোটা চাই (A confession)

Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.

 

আমি তোমায় পুরোটা চাই,
ঠিক পুরোটা মানে পুরোটাই,
শাড়ীর আঁচল হাতের ঘড়ি লেপ্টে থাকুক এমনি এমনি অর্ধেক জুড়ে,
কাছে আসাটা এমন হোক যেন এক শরীরের দুটো আত্মা ভুল কামনায়,
আমি তোমায় পুরোটা চাই।

কানের উপর নাচতে থাকা চুলগুলোকে কানের পিছে গোজার মানে খুঁজতে যাইনি,
সরাতেই হলে দুটো হাত দিয়ে পেছন দিকে বেঁধে ফেলো সব ঝঞ্ঝাট,
যেমন বেঁধে রেখেছো আমাকে নামহীন এক সম্পর্কের উপর,
অর্ধেক রাতে বিদায় নেয়াটা খুন হবে কবে আমার হাতেই,
কারণ,আমি তোমায় পুরোটা চাই।

শুঁকে নিতে চাই গাল ঘেসে তোমার পড়তে থাকা নোনতা জলের বিন্দুগুলো,
নতুন করে,
ভয়ে ভয়ে নয় নির্ভয় থাক ছাদের সন্ধ্যায় আমার নামে জ্বলতে থাকা চায়ের ধোয়া,
উড়ে যাওয়া ওই প্রেমের ঘুড়ির নাটাই সূতো হোক না তবে অর্ধেক ক্ষয়,
আমি তোমায় পুরোটা চাই।

ভালোবাসা হোক অতীতের নাম,
তোমার সাথে বিরহ থাকুক,
বারংবারই প্রেমে পড়বো এই বাহানায়,
শীতের সকাল লেপ্টে থাকুক তোমার চাদরে ভাজ পড়ে থাকা সেলাই ডগায়,
হাসতে হলে দেখবো আমি অনিয়মে জন্ম নেয়া তোমার দাঁতের বেমানান সারি,
স্বপ্ন দেখলে দেখবো তবে চোখ ঘুরিয়ে হোক না রাতটা,
অর্ধেক নয়,
আমি তোমায় পুরোটা চাই।

আমার মতো ভালোবাসতে শেখোনি এখনো (You haven’t learned the way I love)

আমার মতো ভালোবাসতে শেখোনি এখনো (You haven’t learned the way I love)

Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.

 

আমার মতো ভালোবাসতে শেখোনি এখনো,
এই কয়েক বছর,এই কয়েক বছরে তো সরকার নড়েচড়ে বসে পাল্টানোর ভয়ে,
অবলা শিশু প্রস্তুত হয় ব্যাগের ভারে কাঁধ ঝুকানোর স্বপ্নে,
প্রবাসী ছেলে প্রস্তুতি নেয় ঘরে ফেরার,
এই কয়েক বছর আগের ললাট চুম্বন যদি তুমি ভুলে গিয়ে থাকো,
তবে আমার মতো ভালোবাসতে,
শেখোনি এখনো।
আমি ভুলিনাই।

আমার মতো শুকনো ম্যাসেজ বক্স যদি তুমি কখনো দেখে না থেকে থাকো,
তবে তুমি শেখোনি এখনো,
কম ভাড়ার লোকাল বাসে জানালার ধারের সিটে বসে আমার কথা ভাবতে ভাবতে চুল উড়ার সুখে যদি না মেতে থাকো তবে,
শেখোনি এখনো,
কারো এতটা কাছে,এতোটা কাছে চলে আসার পরেও যদি আমার চেহারা তোমার স্নায়ু থমকে না দেয়,
তুমি শেখোনি এখনো।

আমার ঢঙ এ ভালোবাসতে তোমরা কেউই শেখোনি এখনো,
‘I don’t need day to love,all I need is you’,
পৃথিবীর সব কোণায় কোণায় শুকনো তাজা সব পাতায় পাতায় অট্টালিকায় উঁচু নিচু সব ভাবনায় চাইবো তোমায়,
যদি তুমি না থাকো তবে থাকবে না কেউ,
এই অসহ্য চিন্তা যদি তোমাদের কাছে হিজিবিজি লাগে,
তবে ঠিক আমার মতো কেউই তোমরা ভালোবাসতে,
শেখোনি এখনো।

আজও কি তোমরা দেহের লোভে দুই এক দিনে ফোনের পাড়ে রাতের বেলা মিনিট গুণে চর্চা করো?
আজও কি সেই ভিন্ন ভিন্ন মাংস লোভে অভিন্ন রকম কায়দা করে ইচ্ছে করে হাতটা ধরো,
আজও কি সেই এ ধার ও ধার চিপায় চিপায় আঁটসাঁট সব স্বপ্ন দেখো,
দু:খ তবে সংগী হোক,
তোমরা কেউই আমার ধাঁচে ভালোবাসতে,শেখোনি এখনো।